পায়ের চোটের কারণে গৃহবন্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নবান্নের বদলে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনেই বৈঠকে বসেছিল রাজ্য মন্ত্রিসভা। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। যেমন এবার রাজ্য পুলিশে আরও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবারের বৈঠকের পর সাংবাদিকদের এই খবর জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি জানান, মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে রাজ্য পুলিশে। পুজোর পর থেকেই সেই প্রক্রিয়া শুরু হবে। ফিরহাদের কথায়, ‘মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে ৪৮০০ জন পুরুষ নিয়োগ হবে। মহিলাদেরও কনস্টেবল পদে নেওয়া হবে। ৩৬০০ জন মহিলাকে নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ হবে।’
এছাড়া গতকালের বৈঠকে ধূপগুড়িকে মহকুমা করার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। বৈঠক শেষে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, ‘ক্যাবিনেটে ধূপগুড়িকে মহকুমা করার প্রস্তাব পাশ হয়েছে। ধূপগুড়ি, বানারহাট– দুটি ব্লক ও ধূপগুড়ি পুরসভা নিয়ে তৈরি হবে এই মহকুমা। এর জন্য প্রশাসনিক স্তরে যে যে কাজ করা দরকার, পরিকাঠামো তৈরি করতে হবে, তা আমরা দ্রুতই করব। মানুষ তাতে অনেক বেশি সুবিধা পাবেন।’