গঙ্গাজলের উপরেও জিএসটি বসাচ্ছে সরকার! এই দাবি তুলে কেন্দ্রকে তোপ দাগল কংগ্রেস। হাত শিবিরের দাবি, লুটপাটের চরম সীমায় পৌঁছে গিয়েছে কেন্দ্র সরকার। তবে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, গঙ্গাজল বা পুজোর কাজে ব্যবহৃত কোনও জিনিসের উপরেই জিএসটি বসানো হচ্ছে না। প্রসঙ্গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় খবর ছড়ায়, পুজোয় ব্যবহৃত নানা জিনিসের উপরে ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে কেন্দ্র।
সোশাল মিডিয়ার এই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার কেন্দ্রকে একহাত নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্স প্ল্যাটফর্মে তিনি টুইট করেন, ‘জন্ম থেকে জীবনের শেষ পর্যন্ত সাধারণ ভারতীয়ের জীবনে গঙ্গার গুরুত্ব অপরিসীম। মোদীজি আপনি উত্তরাখণ্ডে রয়েছেন, কিন্তু আপনার সরকার পবিত্র গঙ্গাজলের উপরে ১৮ জিসটি বসিয়েছে। যারা নিজের বাড়িতে রাখার জন্য গঙ্গাজল কেনেন, তাঁদের কথা একবারও ভেবে দেখেননি’।
তবে গঙ্গাজলে জিএসটি বসানোর খবরটি একেবারে ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় শুল্ক বোর্ড। টুইট করে তাদের তরফে জানানো হয়, ‘২০১৭ সালে জিএসটি কাউন্সিলের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে গঙ্গাজল ও অন্যান্য পুজোর সামগ্রীকে করের আওতাভুক্ত করা হবে না। ফলে কোনওদিনই এই সমস্ত জিনিসগুলোর উপরে কর বসানো হবে না’।