বুধবার বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে অনায়াস জয় পেয়েছে ভারত। ৮৪ বলে ১৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। এক ম্যাচে তিনটি বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।আন্তর্জাতিক ক্রিকেট সব ফরম্যাট মিলিয়ে সব থেকে বেশি ছক্কা মেরেছেন রোহিত। ভেঙে দিয়েছেন ক্রিস গেলের রেকর্ড। আফগানিস্তানের বিরুদ্ধে অষ্টম ওভারে এই রেকর্ড গড়েছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে রোহিতের ছক্কার সংখ্যা ৫৫৬। ক্রিস গেলের ছক্কার সংখ্যা ৫৫৩। আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে ৫৫১টি ছক্কা ছিল রোহিতের। অর্থাৎ, গেলকে টপকাতে গেলে তিনটি ছক্কা মারতে হত তাঁকে। ম্যাচের পঞ্চম ওভারের দ্বিতীয় হলে লং অফের উপর দিয়ে প্রথম ছক্কা মারেন রোহিত। সপ্তম ওভারের চতুর্থ বলে ডিপ স্কয়্যার লেগের উপর দিয়ে আসে দ্বিতীয় ছক্কা। সেই সঙ্গে গেলকে ছুঁয়ে ফেলেন রোহিত। পরের ওভারে পঞ্চম বলে মিড উইকেট এলাকায় নিজের পছন্দের পুল শটে ছক্কা মেরে গেলের রেকর্ড ভেঙে দেন রোহিত।
পাশাপাশি, বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি শতরান করেছেন রোহিত। ৭টি শতরান হল তাঁর। তার মধ্যে ২০১৫ সালের বিশ্বকাপে ১টি, ২০১৯ সালের বিশ্বকাপে ৫টি ও ২০২৩ সালের বিশ্বকাপে ১টি শতরান করেছেন ভারত অধিনায়ক। এর আগে এই নজির ছিল সচিনের দখলে। বিশ্বকাপে ৬টি শতরান রয়েছে তাঁর। ৫টি করে শতরান রয়েছে রিকি পন্টিং ও কুমার সঙ্গকারার। এছাড়া, বিশ্বকাপে সব থেকে কম ইনিংসে ১০০০ রানের মাইলফলক ছোঁয়ারও নজির গড়েছেন ভারত অধিনায়ক। মাত্র ১৯টি ইনিংসে ১০০০ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও ১৯টি ইনিংসে ১০০০ রান করেছেন। সচিন ২০টি ইনিংসে ১০০০ রান করেছিলেন। অর্থাৎ, সচিনের আরও একটি রেকর্ড ভেঙেছেন রোহিত। কপিল দেবের ৪০ বছর আগের নজিরও ভেঙে দিলেন রোহিত। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে দ্রুততম শতরান করলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লিতে রান তাড়া করতে নেমে ৬৩ বলে শতরান করেন রোহিত। ১৯৮৩ সালের বিশ্বকাপে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ বলে শতরান করেছিলেন কপিল। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে দ্রুততম শতরান রেকর্ড এ বারের বিশ্বকাপেই হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৪৯ বলে শতরান করেছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। তিনি ভেঙেছেন কেভিন ও’ব্রায়েনের ৫০ বলে শতরানের নজির। ২০১১ সালের বিশ্বকাপে ভারতের মাটিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ বলে শতরান করেছিলেন আইরিশ ব্যাটার।