ফার্ম হাউসে ডেকে মহিলাকে ধর্ষণের অভিযোগে বিপাকে পড়লেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহানওয়াজ হোসেন। অটল জমানার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের প্রাক্তন এই মন্ত্রীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংখ্যালঘু নেতাকে ধর্ষণের অভিযোগে আদালতের তলবে অস্বস্তিতে বিজেপি।
২০১৮ সালে শাহানওয়াজ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক মহিলা। তাঁর অভিযোগ ছিল, বিজেপির এই সংখ্যালঘু নেতা বিহারের ছাত্তারপুরের একটি খামারবাড়িতে ডেকে নিয়ে গিয়ে নেশার সামগ্রী খাইয়ে তাঁকে ধর্ষণ করেন। ওই মহিলার অভিযোগ, তিনি স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে, পুলিশ সেই অভিযোগ নেয়নি।
বাধ্য হয়ে মহিলা দিল্লির আদালতে মামলা দায়ের করেন। মামলা না নেওয়ার প্রেক্ষিতে আদালতে পুলিশের তরফে জানানো হয়, ওই মহিলার অভিযোগে কোনও সত্যতা মেলেনি। তাই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা বাতিল করা হোক। কিন্তু অভিযোগকারী ওই মহিলা প্রশ্ন তোলেন এফআইআর দায়ের না করে, মামলার তদন্ত না করে কীভাবে পুলিশ বলে দিল যে অভিযোগে সত্যতা নেই। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারী। তার আর্জি মেনেই রাউস অ্যাভিনিউ কোর্ট আগামী ২০ অক্টোবর শাহানওয়াজ হোসেনকে তলব করেছে।