বিহারের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আর সেই দুর্ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হলে দিলীপ ঘোষ বললেন, ‘এরকম দু’একটা ঘটনা হয়েই থাকে।’
উল্লেখ্য, কয়েক মাস আগেই উড়িষ্যায় এক ভয়াবহ রেল দুর্ঘটনায় কেঁপে উঠেছিল দেশবাসীর বুক। করমণ্ডল এক্সপ্রেসের সেই বিভীষিকাময় স্মৃতি ঝাপসা হতে না হতেই ফের বড়সড় দুর্ঘটনা ঘটল দেশে। এবার দুর্ঘটনাস্থল বিহারের রঘুনাথপুর। গতরাতে নর্থ-ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন যাত্রীর। আর তা নিয়ে আজ সকালে জানতে চাওয়া হয়েছিল বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কাছ থেকে। সেখানেই দিলীপ ঘোষ বলেন, ‘যেখানে প্রতিদিন হাজার হাজার, লক্ষ লক্ষ ট্রেন চলছে, সেখানে এরকম দু’একটা ঘটনা হয়েই থাকে।’
মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময়ই তাঁকে বিহারের রেল দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নতুন লাইন বসছে। আগের লাইন পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে নতুন প্রযুক্তি আসছে। যাতে দুর্ঘটনা কমে যায়, এমন প্রযুক্তি আনা হচ্ছে। তবে তাতে সময় লাগছে। অনেক পুরনো হয়ে গিয়েছে লাইন। তাই কোনও কোনও সময় দুর্ঘটনা ঘটছে। যেখানে প্রতিদিন হাজার হাজার, লক্ষ লক্ষ ট্রেন চলছে, সেখানে এরকম দু’একটা ঘটনা হয়েই থাকে। তবে সরকার সমস্যার সমাধানে সচেষ্ট।’