মহালয়ার আগেই বেজে গেল আগমনি সুর। বৃহস্পতিবার কালীঘাটের কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সেখান থেকেই ভারচুয়ালি জেলা ও কলকাতার কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা।
এদিন মমতা জানালেন, তাঁর শরীর আগের চেয়ে অনেকটা ভাল। তবে পায়ে সমস্যা আছে। এখনই হাঁটাহাঁটি করলে অবস্থা আরও খারাপ হতে পারে। তাই তিনি সশরীরে যেতে পারলেন না জেলার পুজো মণ্ডপগুলিতে। কিন্তু মানসিকভাবে তিনি সকলের কাছে পৌঁছে গিয়েছেন। পুজো সকলের ভালো কাটুক, সকলকে শুভনন্দন! সংক্ষিপ্ত ভাষণ এই শুভেচ্ছাবার্তায় শেষ করে মুখ্যমন্ত্রী পুজোর সূচনা করে দিলেন।
এদিকে, কলকাতায় ইতিমধ্যেই পুজো পরিক্রমা শুরু করেছেন ইউনেসকোর প্রতিনিধিদল। বারোয়ারি থেকে বাড়ির পুজো, সব মিলিয়ে ২৬টি পুজো পরিক্রমা করে দলটি। এবার ১২টি দেশের প্রতিনিধি এসেছেন কলকাতার পুজো দেখতে। এদিন থেকেই তাঁরা বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। ইউনেস্কো, ব্রিটিশ কাউন্সিল এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই পরিক্রমা চলছে। ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই পরিক্রমা। তালিকায় রয়েছে শহরের নামকরা ২৬টি পুজো। যার মধ্যে ২২টি বারোয়ারি থিম পুজো, দুটি সাবেকিয়ানার পুজো এবং দুটি বনেদি বাড়ির পুজো রয়েছে।