এখনও পায়ের চোট পুরোপুরি সারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার যে মণ্ডপে মণ্ডপে ঘুরে তিনি পুজো উদ্বোধন নাও করতে পারেন, তা দ্য ওয়ালে সবার আগে লেখা হয়েছিল। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করতে গিয়ে সে কথাটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাব কর্মকর্তাদের উদ্দেশে তিনি বললেন, “উদ্বোধনে তো আর দেখা হল না, কার্নিভালে দেখা হবে।” এদিন শ্রীভূমি স্পোটিং সহ কলকাতার কয়েকটি ক্লাবের পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জেলার পুজোরও উদ্বোধন করেছেন ভার্চুয়াল মাধ্যমে। ক্লাবগুলির উদ্দেশে তিনি বলেন, “এমনিতে আমি ঠিক আছি। কিন্তু পায়ে একটা চোট আছে। একটা ইনফেকশন হয়ে আছে। ওটা সারতে সময় লাগবে। তাই ডাক্তাররা বেশি হাঁটাহাটি করতে বারণ করেছেন। তাই যেতে পারলাম না।”।
পাশাপাশি মমতা তাঁদের জানান, “যেতে পারলাম না তো কী হয়েছে, আমি মনে মনে তোমাদের সঙ্গেই আছি।” কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, শেষমেশ হয়তো দু-একটি মণ্ডপে মুখ্যমন্ত্রী যেতে পারেন। যেমন ববি হাকিমের চেতলা অগ্রণীর পুজো বা অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘের পুজো ইত্যাদি। তবে আগের মতো ভূমিকায় তাঁকে দেখা যাবে পুজোর পর। পায়ের চোটের জন্য কার্নিভালের আগে খুব বেশি বেরোবেন না, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা।