ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এল সুখবর। পাশাপাশি স্বস্তিতে টিম ম্যানেজমেন্টও। ডেঙ্গু থেকে সেরে উঠে অনুশীলনে নেমে পড়লেন শুভমন গিল। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করেন তরুণ ওপেনার। ব্যাটিংয়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ ফিল্ডিংও করতে দেখা গেল তাঁকে। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামা হয়নি গিলের। এমনকী, মঙ্গলবার হাসপাতালেও নিয়ে যেতে হয়েছিল তাঁকে।
এরপর মোটামুটি সুস্থ হয়ে বুধবার আহমেদাবাদে পৌঁছন টিম রোহিতের তরুণ ওপেনার। বৃহস্পতিবারই টিম ইন্ডিয়ার দুই সাপোর্ট স্টাফকে নিয়ে অনুশীলনে নেমে পড়েন তিনি। প্রসঙ্গত, গিল যখন অনুশীলন করছেন ভারতীয় দলের বাকি সদস্যরা তখনও আহমেদাবাদে পৌঁছননি। যেখানে রোহিতরাই এখনও অনুপস্থিত, সেখানে একা গিলের সেখানে যাওয়া ও অনুশীলনে নেমে পড়া থেকে পাকিস্তান ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা স্বাভাবিকভাবেই উজ্জ্বল করে তুলল। যদিও এবিষয়ে সরকারি ভাবে কিছুই বলা হয়নি টিম ইন্ডিয়ার তরফে।