গত বছর ৪ বছরের স্বল্প মেয়াদে সেনায় নিয়োগে অগ্নিবীর প্রকল্প আনে মোদী সরকার। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় দেশজুড়ে। এবার কাশ্মীর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক অগ্নিবীর জওয়ানের। বুধবার উপত্যকার পুঞ্চ জেলার মানকোট সেক্টরে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। ঠিক কীভাবে গুলিবিদ্ধ হলেন জওয়ান তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনা না আত্মহত্যার ঘটনা তদন্ত করে দেখছে জম্মু-কাশ্মীর পুলিশ।
সেনা সূত্রে জানা গিয়েছে, মৃত অগ্নিবীরের নাম অমৃতপাল সিং। নিয়ম মতো ছয় মাসের প্রশিক্ষণের পরেই সেনায় যোগ দিয়েছিলেন তিনি। পুঞ্চ জেলার মানকোট সেক্টরে পাক সীমান্তে নিয়োগ হয় জওয়ানের। কাশ্মীর পুলিশের বক্তব্য, নিজের বন্দুকের গুলিতে মৃত্যু হয়েছে অমৃতপালের। খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার জেরে মৃত্যু, না কি আত্মহত্যা করেছেন ওই জওয়ান। প্রশ্ন উঠছে, ছয় মাসের প্রশিক্ষণের পরেই কেন পাক সীমান্তে নিয়োগ করা হল ওই জওয়ানকে। স্বল্প মেয়াদের প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।