কবে বসবেন বিয়ের পিঁড়িতে? রাজস্থানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক প্রশ্ন-উত্তর পর্বে এবারর সেই প্রশ্নের জবাব দিলেন রাহুল গান্ধী। জানালেন, কেন তিনি এখনও পর্যন্ত বিয়ে করেননি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, জয়পুরের মহারানি কলেজের পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন রাহুল। সেখান শুরুতে জাতিগত জনগণনা, নারী স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিরাপত্তা ইত্যাদি ইস্যুতে কথা বলেন কংগ্রেস নেতা। এর পরেই ছাত্রীরা মুচকি হেসে প্রশ্ন করেন, ‘আপনি স্মার্ট এবং সুন্দর দেখতে… তারপরেও বিয়ের কথা ভাবলেন না কেন?’
চটপট জবাবও দেন নেতা। রাহুল বলেন, বিয়ে করা হয়নি ‘কারণ আমি কাজের মধ্যে রয়েছি এবং কংগ্রেস দলের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েছি।’ কংগ্রেস নেতা একথা বললেও মনে ধরেনি ছাত্রীদের। তাঁরা পালটা প্রশ্ন করেন, নেতার সৌন্দর্যের পেছনে কোন রহস্য লুকিয়ে? এত ঝকঝকে ত্বক কীভাবে? সোনিয়া পুত্র উত্তর দেন, কোনও ধরনের ক্রিম বা সাবান মাখেন না তিনি। কেবলমাত্র জল দিয়েই হাত-মুখ পরিস্কার করেন।