২০ কোটি টাকা খরচ করে বানানো ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি শুধুমাত্র ভারত থেকেই ২৯৫ কোটি টাকা টাকা আয় করেছে। তবে সেই টাকার কোনও অংশ কি পরিচালক বা নির্মাতারা কাশ্মীরে বসবাসকারী বঞ্চিত হিন্দুদের দিয়ে সাহায্য করেছেন? সম্প্রতি এমনই প্রশ্ন তুললেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ। এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন তুলে ফের একবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্ক তৈরি করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০২২-এ মুক্তি প্রাপ্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’ আর ২০২৩-এ মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’, দুটি ছবিই ছিল আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি, এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দুই ছবি ও বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয় অভিনেত্রী আশা পারেখকে। তিনি বলেন, ‘আমি এই ছবিগুলো দেখিনি, তাই এগুলোকে ঘিরে বিতর্ক নিয়ে কীভাবে কোনও মন্তব্য করব? তবে মানুষ যদি এই ছবিগুলো দেখতে পছন্দ করে, তাহলে তাঁরা দেখতেই পারেন।’
তিনি প্রশ্ন তোলেন, ‘হিন্দুদের জন্য নির্মাতারা কী করেছেন?’ তাঁর কথায়, ‘হ্যাঁ, লোকজন কাশ্মীর ফাইলস দেখেছেন। এবার তাবলে আমি কিছু বিতর্কিত প্রশ্ন তুলি। ছবিটির প্রযোজক ৪০০ কোটি আয় করেছেন। তো সেই টাকা কি ওঁরা কাশ্মীরে বসবাসকারী সেই হিন্দুদের, যাঁদের কাছে জল নেই, ইলেকট্রিসিটি নেই, তাঁদের দিয়েছেন? ওঁরা যা রোজগার করেছেন তাতে ডিস্ট্রিবিউটরের ভাগ আছে, নির্মাতাদেরও ভাগ আছে? ৪০০ কোটি থেকে ২০০কোটি যদি বাদও দিই তাহলেও ২০০ কোটি পরে থাকে, তার মধ্যে থেকে ৫০ কোটি টাকা তো ওঁরা জম্মুতে বসবাসকারী হিন্দুদের কল্যাণের জন্য খরচ করতে পারতেন। তাই নয় কি?’