প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় বারবারই দেশে সংবাদমাধ্যমের কন্ঠরোধের চেষ্টা হয়েছে। ইউএপিএ আইনের গেরোয় নাজেহাল হতে হয়েছে বহু সাংবাদিককেই। যার তালিকা দীর্ঘ। সম্প্রতি যেমন চিনের হয়ে প্রচার চালানোর অভিযোগ তুলে সন্ত্রাসবাদ বিরোধী আইন সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার কর্মিবর্গ বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকে। এবার নিউজক্লিকের অফিসে হানা দিল সিবিআই। পাশাপাশি সংস্থার এডিটর প্রবীর পুরকায়স্থের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে তাঁরা।
বুধবার সকালে নিউজক্লিকের বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের অধীনে নতুন একটি মামলা দায়ের করে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এফআইআর অনুযায়ী, আইন ভেঙে বিদেশি অর্থ ঢুকেছে নিউজক্লিকে। এরপরই নিউজক্লিকের অফিস এবং বর্তমানে জেলবন্দী সংস্থার এডিটর প্রবীর পুরকায়স্থের বাড়িতে হানা দেয় সিবিআই। তল্লাশির বিষয়টি নিজেদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে নিউজক্লিক। তারা জানিয়েছে, ‘বর্তমানে নিউজক্লিক অফিস এবং আমাদের এডিটর-ইন-চিফ প্রবীর পুরকায়স্থের বাসভবনে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। জিনিস বাজেয়াপ্ত করা হচ্ছে। এই নিয়ে পঞ্চম সংস্থা আমাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। আমরা সংস্থাকে সম্পূর্ণরকম সহযোগিতা করছি।’