আজ, সোমবার বিকেল ৪টের সময় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি মোদী সরকারের ক্রমাগত বঞ্চনাপ্রবণ আচরণের প্রতিবাদ ইতিমধ্যেই দৃঢ়তর আন্দোলনের পথে হেঁটেছে রাজ্যের শাসকদল তৃণমূল। রাজ্যপালের সাক্ষাৎপ্রার্থী হয়ে ধর্নামঞ্চে টানা ৫ দিন বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষমেশ এদিন রাজ্যপালের সঙ্গে দেখা হল তাঁর। সূত্রের খবর, প্রায় ২০ মিনিট ধরে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন, তৃণমূলের তরফে যে সমস্যার কথা তুলে ধরা হয়েছে, তা নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি। আপাতত ধরনা প্রত্যাহার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে জানিয়েছেন, কেন্দ্র দাবি না মানলে ১লা নভেম্বর থেকে ফের ধরনায় বসবে তৃণমূল। ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছেন তিনি। ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা কবে ছাড়বে কেন্দ্র, তা জানানোর সময় বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন রাজভবন থেকে বেরিয়ে সোজা ধরনা মঞ্চে চলে এসেছিলেন অভিষেক। সেখান থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের বর্ষীয়ান নেতৃত্বের সঙ্গে কথা বলেন তিনি। তাঁরা সকলেই ধরনা প্রত্যাহারের পরামর্শ দিয়েছিলেন। তাঁদের কথায়, রাজ্যপাল সৌজন্য দেখিয়েছেন, পালটা তাঁকেও সৌজন্য দেখানোর পথে হাঁটুক তৃণমূল। সেই পরামর্শ মেনে নিয়েছেন তৃণমূল সাংসদ। এদিন অভিষেক বলেন, “রাজ্যপালকে আমি বলি আপনি ১ সপ্তাহ সময় নিন, ২ সপ্তাহ সময় নিন। কেন্দ্রের কাছে জানুন কেন টাকা বন্ধ। টাকা আটকে রাখতে পারেন না। আমরা সৌজন্য রক্ষা করেছি। ২ বছর সময় দিয়েছি। ২ সপ্তাহ আরও সময় দেব। আমাদের জানতে হবে, লিখিত চাই কোন আইনে টাকা আটকে।” তিনি আরও বলেন, “রাজ্যপাল কথা দিয়েছে ২ সপ্তাহ নয়, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের জবাব জানাব। ইতিমধ্যে উনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আশা করছি, এর একটা বিহিত উনি করবেন।” দলনেত্রীর সঙ্গেও আলোচনা করেন অভিষেক। এর পর তিনি বলেন, “আমি ২৪ ঘন্টা আরও অপেক্ষা করতে পারতাম। কিন্তু নেতৃত্ব বলেছে যেহেতু রাজ্যপাল সৌজন্য দেখিয়েছেন, আমাদেরও পাল্টা সৌজন্য দেখানো উচিত। রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা মনে রেখে এই ধরনা প্রত্যাহার করে নিচ্ছি।” এর পরই কেন্দ্রকে সময় বেঁধে দেন অভিষেক। “২ সপ্তাহ পর নবমী। তার পর দশমী, লক্ষ্মীপুজো শোভাযাত্রা। ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। তার মধ্যে জবাব না এলে আবার ১ নভেম্বর থেকে আন্দোলন চলবে যতদিন না টাকা আসছে। একটা মানুষকে আমরা ভাতে মরতে দেব না”, স্পষ্ট জানিয়েছেন তৃণমূল সাংসদ।