রাজভবন অভিযানের দিন রাজ্যপালের দেখা না পাওয়ায় প্রতিবাদে ধর্নায় বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরই ১৪৪ ধারা থাকা সত্ত্বেও রাজভবনের সামনে কীভাবে বিক্ষোভ চলছে, তা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার তা নিয়ে ধর্না মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বললেন, ‘রাজ্যপালের কাছে আমার প্রশ্ন আছে। বিজেপির নেতারা এসে যখন উঠোনে জনসভা করেন তখন দায়িত্ববোধ, সংবেদনশীলতা, আনুগত্য কোথায় থাকে?’
এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ৬ বার মিছিল করে রাজভবনে গিয়েছেন বিজেপির প্রতিনিধিরা। অভিষেক উল্লেখ করেন, ১৪৪ ধারা লঙ্ঘন করে ১০০ জনকে নিয়ে একসময় সাংবাদিক বৈঠকও করেছিল বিজেপি। এমনকী কোন কোন তারিখে বিজেপি রাজভবন অভিযান করেছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। রাজ্যপালের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘তৃণমূল আজ লড়ছে বলে, দায়িত্ববোধের কথা মনে পড়ছে?’