পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভারতের সঙ্গে যুক্ত করার কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনিতে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে অনেক সময়ই বিজেপি বিভিন্ন নেতা অনেক কিছু বলে থাকেন। তবে পাকিস্তানের কোনও অঞ্চল নিয়ে সেভাবে আর বলতে শোনা যায় না কাউকে। এরই মাঝে যোগী আদিত্যনাথ বলেন, ‘৫০০ বছর পর রাম জন্মভূমি ফেরাতে পারলে সিন্ধু প্রদেশও ফিরিয়ে আনতে পারব।’ উল্লেখ্য, পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী হল করাচি। স্বাধীনতার আগে এককালে বোম্বে প্রেসিডেন্সির মধ্যে ছিল সিন্ধু অঞ্চলটা।
উল্লেখ্য, ভারতে বসবাসরত সিন্ধি সম্প্রদায়ের সংগঠনের তরফে অনুষ্ঠিত দু’দিনের সম্মেলনে ভাষণ দিয়ে গিয়েছিলেন যোগী। সেখানেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘৫০০ বছর পর রাম জন্মভূমি ফেরাতে পারলে সিন্ধু প্রদেশও ফিরিয়ে আনতে পারব।’ এদিকে গতকাল সম্মেলনে ফের একবার দেশভাগের জন্য কংগ্রেসকে দোষারোপ করেন যোগী আদিত্যনাথ।
যোগী আদিত্যনাথ বলেন, ‘আমি বিশ্বাস করি একদিন না একদিন এই বর্তমান প্রজন্মের সিন্ধিরাই তাঁদের পূর্বপুরুষদের মাটি ফিরে পবে। তবে তাঁদের সেই মাটির ইতিহাস জানতে হবে। একটা মানুষের একগুঁয়ে মনোভাবের জন্য দেশভাগ হয়েছিল। আর দেশভাগের পর সব থেকে কষ্ট পেতে হয়েছিল সিন্ধি মানুষদের। তাঁদেরকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছিল।’