লোকসভা নির্বাচনের আর তেমন দেরি নেই। আর তার আগে উত্তরবঙ্গে ক্রমশই শক্তি হারাচ্ছে বিজেপি। বারবার উত্তরবঙ্গ ভাগের জিগির তোলাই কাল হয়েছে তাদের। পরিস্থিতি এমনই যে, ভোটব্যাঙ্ক, সংগঠন এবং স্থানীয় নেতৃত্বের দায়বদ্ধতা উত্তরবঙ্গে গেরুয়া শিবির প্রতিটিতেই বেহাল। দলের অভ্যন্তরীণ রিপোর্ট, কলকাতা এবং দক্ষিণবঙ্গে ২৪টি লোকসভা আসনে বিজেপির তেমন কোনও আশা নেই। এমনকি উত্তরবঙ্গেও ফাটল চওড়া হচ্ছে। এই রিপোর্ট পেয়েই রাজ্য পার্টিকে কেন্দ্রীয় নেতৃত্বের নিদান, মাটি কামড়ে পড়ে থাকতে হবে।
ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে। জে পি নাড্ডার নির্দেশিকা ইতিমধ্যে দিল্লি এবং বঙ্গ বিজেপির নেতাদের কাছে পৌঁছে গিয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ, বঙ্গ সফরে গিয়ে উত্তরবঙ্গেই বেশি সময় দিতে হবে কেন্দ্রীয় নেতাদের। নাড্ডার বার্তা, জেলাগুলির সংগঠনের হালহকিকত সম্পর্কে খোঁজ নিন। এলাকার মানুষের সঙ্গে কথা বলুন। তাঁদের সমস্যা শুনুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, দলের নিচুতলার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সমস্যার বিষয়ে খোঁজ নিন। এই তোড়জোড় ইঙ্গিত দিচ্ছে উত্তরে খাদের কিনারায় পদ্ম। বিপর্যয়ের ছাপ স্পষ্ট।