অবশেষে চাপের মুখে নতিস্বীকার করেছেন রাজ্যপাল। সোমবার বিকেল ৪টেয় সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল। একশো দিনের কাজে বকেয়া পাওনা নিয়ে রাজ্যপালের হাতে গণ পিটিশন তুলে দেবে শাসক দল। আর তারপরই শেষ হবে ধর্না। তবে বিকেলের সেই আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই আন্দোলনের ‘সাফল্য’ নিয়ে তৃণমূলের অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। দলের অধিকাংশ নেতা মনে করছেন, যে লক্ষ্য নিয়ে অভিষেক আন্দোলনে নেমেছিলেন, তা অনেকাংশে সফল।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন অভিষেক। সেই সময়ে তৃণমূলের নিজস্ব একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, একশ দিনের কাজে টাকা বন্ধ হয়ে যাওয়া নিয়ে গ্রাম বাংলায় অসন্তোষ রয়েছে। ৯৭ শতাংশ মানুষের ধারণা ছিল একশো দিনের কাজের টাকা রাজ্য সরকারই বন্ধ করেছে। এই সমীক্ষার ফলাফলে অশনি সংকেত দেখে তৃণমূল। তার পরই রাজনৈতিক ও প্রশাসনিক ভাবে দুটি পদক্ষেপের কথা বিবেচনা করে। তৃণমূল সূত্রে দাবি, বকেয়ার দাবিতে দিল্লিতে আন্দোলন ও ধর্নার পর পুনরায় একটি সমীক্ষা করানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে, গ্রাম-বাংলার ৭০ শতাংশ মানুষ এখন বুঝতে পারছেন, একশো দিনের টাকা মোদী সরকারই আটকে রেখেছে।