গত মঙ্গলবার সময় দিয়েও দিল্লির কৃষি ভবনে তৃণমূল প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেননি তিনি। উলটে কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ তুলে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনদের। এবার রাজ্যে আসার কথা সেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির। শনিবার কলকাতায় পা দেওয়ার কথা তাঁর।
বিমানবন্দর থেকে সোজা সেক্টর ফাইভের নতুন ভবনে যাবেন তিনি। কেন আচমকাই রাজ্যে আসছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তা নিয়ে স্বাভাবিক ভাবেই জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী রাজ্যে এসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে পারেন। এদিকে, এই মুহূর্তে রাজ্যের বকেয়া টাকা আদায়ের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্না দিচ্ছে তৃণমূল। এরই মধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর কলকাতা সফর বেশ তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠছে, তাহলে কি চাপে পড়েই তড়িঘড়ি বাংলায় আসছেন মোদীর মন্ত্রী?