সামনেই দেশের লোকসভা নির্বাচন। আর তার আগে ৫ রাজ্যে হতে চলা বিধানসভা ভোটকেই ধরা হচ্ছে সেমিফাইনাল। এই আবহে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আদানি অস্ত্রেই শান দিচ্ছে কংগ্রেস।
প্রসঙ্গত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়— হিন্দি বলয়ের এই তিন রাজ্যেই গতবার জিতেছিল কংগ্রেস। তবে পরে গেরুয়া শিবিরের ‘অপারেশন লোটাস’-এর জেরে মধ্যপ্রদেশে তাদের হাতছাড়া হয়। তবে এবার ‘ইন্ডিয়া’ জোটের ওপর ভর করে বিজেপিকে দিল্লির মসনদ থেকে সরানোর বিষয়ে আশাবাদী হাত শিবির। ভোট যত এগিয়ে আসছে, ততই মোদী-শাহদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করছে তারা। যার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া।
গতকাল যেমন জাতীয় কংগ্রেসের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে মোদীর একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখানো হয় যে তিনি আদানির হাতের ‘কাঠপুতুল’। ছবির ওপরের দিকে ইংরেজিতে ‘আদানি’ লেখা। সেই হরফ থেকে সুতো বেরিয়ে এসেছে। আর পোস্টারের নীচের দিকে মোদীর ছবি। যোগার আসন করছেন তিনি। ‘আদানি’ থেকে নেমে আসা সেই সুতোগুলো মোদীর হাতে বাঁধা। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘তাঁর (মোদীর) ক্ষমতা ওঁর (আদানির) হাতে আছে’।