বাংলার প্রতি মোদী সরকারের বঞ্চনাসুলভ আচরণের বিরুদ্ধে ক্রমশই সুর ছড়াচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই দিল্লীতে গিয়ে আন্দোলন শুরু করেছে ঘাসফুল-নেতৃত্ব। এর মধ্যেই পূর্ব বর্ধমানের রায়না ১ নং ব্লকের শ্যামসুন্দর মাঝপাড়ায় ভেঙে পড়ল মাটির বাড়ি। ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেলে আজ এই অবস্থা হত না বলেই দাবি পরিবারের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জেলা জুড়ে অবিরাম বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জেরেই মাঝপাড়ার বাসিন্দা নিখিল সরকারের বাড়ির দেওয়াল হঠাৎ করেই বৃহস্পতিবার ভোর নাগাদ ভেঙে পড়ে। সেই সময় বাড়িতে ছিলেন নিখিল সরকার ও তাঁর স্ত্রী টুম্পা সরকার। দু’জনেই দেওয়ালের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা নিখিলকে উদ্ধার করে নিয়ে যান রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
প্রসঙ্গত, আহত নিখিল সরকার ও টুম্পা সরকারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের বাড়ির অবস্থা বেহাল। আবাস যোজনার ঘর পেলে এমন অবস্থা হত না। তৃণমূলের অভিযোগ, বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির জেরে বাংলার প্রাপ্য বহু টাকা আটকে রেখেছে কেন্দ্র। বহু প্রকল্প যাতে বাংলায় আটকে পড়ে, তারই ষড়যন্ত্র করছে বিজেপি। টাকার দাবিতে দিল্লীতে আন্দোলন হয়েছে। যার ফল ভোগ করছে এই দরিদ্র মানুষেরা।