পুজোর মুখে এবার দমদমে জেসপের বন্ধ কারখানা খোলার দাবি তুলল আইএনটিটিইউসি। শুক্রবার হঠাৎ করেই পূর্ব রেলের শিয়ালদা-বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধ বিক্ষোভে নেমে পড়ে তৃণমূলের শ্রমিক সংগঠন। এদিন বেলা সাড়ে ১১টা থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে শুরু হয় রেল অবরোধ কর্মসূচি। বিক্ষোভকারীদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার দেখা গিয়েছে। সেই ব্যানারে জেসপ ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের নাম রয়েছে। কোনও কোনও ব্যানারে জেসপ রক্ষা কমিটির নামও রয়েছে। কারখানার কর্মীদের পরিবারের সদস্যরাও এই অবরোধে যোগ দেন বলেন জানা গিয়েছে।
বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে বন্ধ হয়ে থাকা জেসপ কারখানা খুলতে হবে। তাঁদের তরফে জানানো হয়, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে জেসপ কারখানা। মুখ্যমন্ত্রী কারখানার কর্মীদের পরিবারগুলিকে ১০ হাজার টাকা করে ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছেন ঠিকই। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে সেই টাকা দিয়ে তাঁদের আর সংসার চলছে না। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে আবেদন করেও কোনও লাভ হয়নি। বন্ধ কারখানার পরিবারের কথা কেউ ভাবেই না। সেই কারণে তাঁরা এদিন রেল অবরোধে নেমেছেন। রেল অবরোধ ভিন্ন তাঁদের কাছে আর কোনও উপায় ছিল না।
উল্লেখ্য, দমদমের জেসপ কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। ইতিমধ্যেই এই শিল্পসংস্থার কর্ণধার পবন রুইয়াকে গ্রেফতার করেছে সিআইডি। ২০১৬ সালে রুইয়া গোষ্ঠীর আওতাধীন জেসপ ও ডানলপ কারখানা অধিগ্রহণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সেই সময় থেকেই মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি আজও রক্ষা করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এখনও ওই বন্ধ কারখানার শ্রমিকদের পরিবারকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।