বিশ্বকাপে প্রথম ম্যাচে নামার আগেই দুশ্চিন্তা ঘনিয়ে এল টিম ইন্ডিয়া শিবিরে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে পড়েছেন ফর্মে থাকা ওপেনার শুভমন গিল। ফলত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুভমনকে পাওয়া যাবে কি না, তা জানা যাবে শুক্রবার। তাঁর আরও এক বার পরীক্ষা করা হবে। তার পরেই ঠিক করা যাবে যে, আদৌ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি নামতে পারবেন কিনা। শুভমন যদি একান্তই প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিষাণকে। অজিদের বিরুদ্ধে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংসের সূচনা করতে পারেন বাঁহাতি ওপেনার।
পাশাপাশি, রয়েছেন লোকেশ রাহুলও। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাও করতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ওপেনার হিসাবে ঈশানকেই দেখা যেতে পারে। উল্লেখ্য, এক দিনের ক্রিকেটে চার বছর আগে অভিষেক হয় শুভমনের। এর মধ্যে ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। ছ’টি শতরান রয়েছে তাঁর ৫০ ওভারের ক্রিকেটে। ১৯১৭ রান করেছেন। ভারতের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার শুভমন। সাম্প্রতিক সময়ে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। কাজেই বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁকে না পাওয়া যে ভারতীয় দলের কাছে বড় ধাক্কা হতে পারে, তা বলাই বাহুল্য।