দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই তোপ দাগলেন, ‘গিরিরাজ সিং যে দাবিটা করছেন, সেই দাবি এক মিনিটে নস্যাৎ যদি করতে দিতে হয়,সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা উচিত’।
বকেয়া আদায়ের লক্ষ্যে ‘মিশন দিল্লি’। মঙ্গলবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষি ভবনে ধর্নায় বসেন তৃণমূলের সাংসদ, বিধায়করা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর? স্রেফ টেনে হিঁচড়ে বের করাই নয়, তিন বাসে চাপিয়ে অভিষেক, কল্যাণদের তুলে নিয়ে যায় পুলিশ। রাতেই অবশ্য ছাড়া পান সকলে।
বাইরে ততক্ষণে ভিড় জমে গিয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের। বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, ‘আমরা ৬টা পৌঁছেছি পৌঁছয় কৃষিভবনে। প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করার পর, আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও লোকসভা সাংসদ মহুয়া মৈত্র। দু’জনেই আলাদা করে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। তখন নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তারা এসে বললেন এইমাত্র প্রতিমন্ত্রী বেরিয়ে গেলেন। উনি যদি অপেক্ষাই করেছেন, আমরা তো অপেক্ষা করার সময়ে ৪ টে ফেসবুক লাইভ করেছি, ইনি করেননি কেন’?