ঘোষিত হল এবছরের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম। নোবেল পেলেন নরওয়ের লেখক জন ফসে। সুইডিশ একাডেমি আজ বৃহস্পতিবার সম্মানজনক এই পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করেছে। ফসের নাটক ও গদ্যের প্রশংসা করে সুইডিশ অ্যাকাডেমি বলেছে, যেসব কথা অনুচ্চারিত থেকে যায় সেগুলো লেখার মধ্যে দিয়ে তুলে এনেছেন তিনি। বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত হয়েছে তাঁর রচনা।
প্রসঙ্গত উল্লেখ্য, জন ফসের পুরো নাম জন ওলাভ ফসে। ১৯৫৯ সালের ২৯শে সেপ্টেম্বর নরওয়েতে তার জন্ম। তিনি নরওয়েজিয়ান নিনরস্ক ভাষাভাষীর। পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার) পাবেন নরওয়েজিয়ান এই লেখক। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন ফরাসি লেখক আনি এরনো।