এবার নবনির্বাচিত স্পিকারকে চোখ মেরে ও জিভ দেখিয়ে বিতর্কে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইতিমধ্যেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগে হওয়া এক সমীক্ষার দাবি ছিল, এখনই ভোট হলে বড় হারের মুখে পড়বেন ট্রুডো। তাঁর জনপ্রিয়তা হু হু করে কমছে। এই পরিস্থিতিতে ফের বিতর্কে পড়তে হল তাঁকে।
জানা গিয়েছে, হাউস অফ কমন্সে নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন গ্রেগ ফার্গুস। তিনি প্রধানমন্ত্রীকে সম্বোধন করার সময় ‘সম্মাননীয়’ বলে তাঁকে উল্লেখ করেছিলেন। আর সেটারই মজা করে বিরোধিতা করেন ট্রুডো। তাঁকে শুধরানোর ভঙ্গিতে তিনি বলেন, ‘অতি সম্মাননীয়’ বলতে। এরপরই তাঁকে দেখা যায় স্পিকারের উদ্দেশে চোখ মেরে মজার ভঙ্গিতে। ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তারপরই শুরু হয় বিতর্ক।