শরতের আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। এবার পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে উত্তর থেকে দক্ষিণে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে এদিনও লাল সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ফলত বিপর্যয়ের যে এখনও বাকি আছে, তেমনটাই মনে করা হচ্ছে। আর সেই বুঝেই প্রশাসনের তরফে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে একাধিক পাহাড়ি এলাকায় ধস নেমেছে। অন্যদিকে সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। সবমিলিয়ে একাধিক এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোথাও কোথাও তিস্তার জল জাতীয় সড়ক ছাপিয়ে গিয়েছে। পাথর, গাছ পড়ে বন্ধ হয়েছে রাস্তা। বিপজ্জনক এলাকা থেকে স্থানীয় মানুষদের সরানোর কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে ঝাড়খণ্ড থেকে নিম্নচাপ যেহেতু আবার বাংলার দিকে ঢুকেছে, তাই পশ্চিমের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে শুক্রবার অবধি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই ২৪ পরগনা জেলাতে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বেলার দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। অবশেষে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।