মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেয় বিজেপি। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা। সেই অভিযোগ যে মোটেও ভ্রান্ত নয় একাধিক বার মিলেছে তার প্রমাণ। এবার যেমন আবগারি কেলেঙ্কারিতে আপ সাংসদ সঞ্জয় সিংকে গ্রেপ্তার করেছে ইডি। দলীয় সাংসদের গ্রেপ্তার হওয়ার পরে যেমন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তোপ দেগেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তেমনই প্রতিবাদে দিল্লির বিজেপি সদর দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছে দল। বৃহস্পতিবার দুপুরে আপের ওই কর্মসূচির জেরে দীনদয়াল উপাধ্যায় মার্গ সংলগ্ন এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা দিল্লি পুলিশের।
প্রসঙ্গত, দিল্লি সরকারের আবগারি নীতি বদলের জন্য বেআইনি অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে থেকেই আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি)। বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির আগে সঞ্জয় এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লেখেন, ‘মৃত্যু মেনে নেব, কিন্তু ভয় পাব না।’ উল্লেখ্য, সত্যেন্দ্র সিং, মণীশ সিসোদিয়ারা গ্রেপ্তার হওয়ার পর জাতীয় রাজনীতিতে আপের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন সঞ্জয় সিং। এবার তিনিও হাজতে। সঞ্জয় সিং গ্রেপ্তার হওয়ার পর বুধবার বিকেলেই তাঁর বাড়িতে যান কেজরি। সঞ্জয় সিংয়ের বাবার সঙ্গে দেখা করেন। সেখানেই সরাসরি মোদীকে নিশানা করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে আবগারি দুর্নীতিতে ১ হাজার বার তল্লাশি হয়েছে আপ নেতাদের বাড়িতে। কিন্তু আজ অবধি একটা টাকাও উদ্ধার হয়নি। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছেন। আমার তো মনে হয়, স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী মোদীই।’