প্রবল বর্ষণের জেরে বন্যা-পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলার একাধিক জেলায়। গতকাল, অর্থাৎ বুধবার এমন পরিস্থিতির কথা মাথায় রেখে জল ছাড়ার পরিমাণ সাময়িক ভাবে কমিয়েছিল ডিভিসি। কিন্তু ক্রমাগত বৃষ্টি হওয়ায় ফের বৃহস্পতিবার সকাল থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে তারা। বুধবার মাইথন থেকে ১৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ২৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছিল। কিন্তু দিনভর এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় জলের চাপ বেড়েছে। তাই বৃহস্পতিবার সকাল থেকেই দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মাথন থেকে ৩০ হাজার এবং পাঞ্চেত থেকে ৩৫ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে। এর ফলে চাপ বেড়েছে দুর্গাপুর ব্যারেজের। এই পরিমাণ জল ছাড়ার ফলে রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। গ্রামবাসীদের সতর্ক করার জন্য গ্রামে গ্রামে মাইকিংও করা হয়েছে। এই সময় যাতে কেউ ব্যারেজে মাছ ধরতে না যান, তার জন্য সতর্ক করা হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হলে বাঁকুড়ার সোনামুখীর পত্রসায়র ব্লকের একাধিক গ্রামের জলে ভাসতে পারে। ফলত স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।