দিল্লী থেকে কলকাতায় ফিরে ফের মোদী সরকার তথা বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, মঙ্গলবার রাজধানীতে তৃণমূলের কর্মসূচি স্রেফ ট্রেলার ছিল। দিল্লীর বুকে ৫০ হাজার থেকে লক্ষাধিক লোক নিয়ে প্রতিবাদ কর্মসূচি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে ফের একবার এই ঘোষণা করলেন অভিষেক। দিল্লী থেকে বুধবার কলকাতায় ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে দাঁড়িয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছোঁড়েন তিনি। “দিল্লীতে ওটা ট্রেলার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষাধিক লোক নিয়ে গিয়ে দিল্লিতে জমায়েত করব। দেখব ওরা কী করে?”, প্রশ্ন অভিষেকের।
প্রসঙ্গত উল্লেখ্য, বারবার অভিষেক এবং তাঁর পরিবারের সদস্যকে তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই। এদিন তা নিয়ে প্রশ্ন করতেই ফুঁসে ওঠেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, “এর আগেও আমাকে, আমার স্ত্রীকে ওরা তলব করেছে। একটি মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ রয়েছে, তাই কিছু করতে পারছে না। অন্য মামলায় ডেকে পাঠাচ্ছে। আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আদালতে জমা দিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না, তবে সংস্থাগুলি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। তাদের চ্যালেঞ্জ করছি আমি।” আগামীকাল রাজভবন অভিযান করবে তৃণমূল। ১০০ দিনের প্রকল্পের টাকা কেন আটকানো হল, কাজ করিয়ে কীভাবে টাকা আটকে রাখল কেন্দ্র, রাজ্যপালের কাছে অভিষেক ও শাসকদলের প্রতিনিধিরা তার জবাব চাইবেন।