চিনের হয়ে প্রচার চালাত সংস্থা। এর জন্য চিন থেকে টাকাও আসত। এমনই অভিযোগ তুলে সন্ত্রাসবাদ বিরোধী আইন সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা তথা সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘এই ঘটনার বিষয়ে আমেরিকা অবগত। আমরা এই রিপোর্টও দেখেছি যে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে চিনের যোগ রয়েছে। এই আবহে এই সংক্রান্ত দাবির পরিপ্রেক্ষিতে যতক্ষণ না কোনও প্রমাণ আমাদের হাতে আসছে, আমরা এই নিয়ে কোনও মন্তব্য করতে পারব না।’
যদিও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল করেন ওই মার্কিন আধিকারিক। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, ‘গোটা বিশ্বে সংবাদমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করে আমেরিকা। এই সংক্রান্ত কোনও ইস্যু উত্থাপিত হলে আমরা ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে তা নিয়ে আলোচনা করি। শুধু ভারত নয়, অনেক দেশের সঙ্গেই আমেরিকা এই ইস্যুতে আলোচনা করে। সাংবাদিকদের মানবাধিকার রক্ষার পক্ষে আমরা। তবে ভারতের এই ঘটনার বিষয়ে খুব একটা তথ্য আমার কাছে নেই।’