আরএসএসের পত্রিকা ‘স্বস্তিকা’র ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন আরএসএস প্রধান মোহন ভগবত। আর তার মধ্যেই মঙ্গলবার গভীর রাতে বিক্ষোভ দেখান হল কলকাতার আরএসএস দফতরে। ওই সময় দফতরে উপস্থিত ছিলেন ভগবতও।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে দিল্লিতে কৃষি ভবন থেকে আটক করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল সাংসদকে। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের। পরে ছেড়ে দেওয়া হলেও ওই ঘটনার জেরে রাতেই রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ। এরই মধ্যে রাত প্রায় ১২টা নাগাদ তৃণমূলের একদল কর্মী-সমর্থক উপস্থিত হন আরএসএস-এর অফিস কেশব ভবনে। সেখানে বিক্ষোভ দেখান তাঁরা।