বাংলার শিল্প-আঙিনায় আগমন ঘটল একঝলক ফুরফুরে বাতাসের। সম্প্রতি লগ্নি টানতে সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনিতে ইস্পাত কারখানা খোলার কথা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মাঝেই হুগলির সুগন্ধায় তৈরি টোটো পাড়ি দিচ্ছে আফ্রিকায়। তা চলবে ঘানার রাস্তায়। হুগলির পোলবার সুগন্ধায় দিল্লী রোডের ধারে হুগলি মোটরস কারখানায় শ’দুয়েক শ্রমিক কাজ করেন। সেই কারখানায় তৈরি ই-রিক্সা ঘানায় রপ্তানি হচ্ছে। বুধবারই খিদিরপুর থেকে ঘানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে টোটো।
এপ্রসঙ্গে সংস্থার কর্ণধার শেখ নাসিরুদ্দিন, “বর্তমানে ব্যাটারিচালিত পরিবেশবান্ধব গাড়ির চাহিদা প্রচুর। তেলের দাম বাড়ায় ই-গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। তাই এর বাজার খুলছে বিদেশে। মাসদুয়েক আগে ঘানার মাদিনার সংস্থা গোল্ডেন ওয়েবের প্রতিনিধিরা হুগলিতে কারখানা দেখতে আসেন। তাঁরা সন্তোষ প্রকাশ করেন। এবং ব্যবসায়িক চুক্তি করেন। তাঁরা জানান আগে চিন থেকে ই-রিক্সা বা টোটো নিতেন। কিন্তু তাদের গুনগত মান খারাপ হওয়ায় এবার ভারত থেকে টোটো আমদানি করতে চায় ঘানা। সেইমতো কনটেনার ই-রিক্সা পাঠানো হচ্ছে।” উল্লেখ্য, আগামীদিনে টোটো অন্যান্য দেশে বিক্রি করতে পারলে বিদেশি মুদ্রা আসবে। তার ফলে দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে বাংলা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য।