স্পষ্টবাদী হিসেবে বরাবরই পরিচিত বলিউডের বিশিষ্ট চলচ্চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপ। যার ফলে মাঝেমধ্যেই অনেকের বিরাগভাজন হয়ে পড়েন তিনি। অনুরাগের তাঁর পরিচালিত ছবিগুলিতে এমন কিছু দৃশ্য তিনি তুলে ধরেন, যা করতে অন্য পরিচালকরা সংকোচ বোধ করেন বলেই বক্তব্য ফিল্মবোদ্ধাদের। সেই হিসেবে পরিচালক অনুরাগ কাশ্যপকে সাহসী তকমাও দিয়ে থাকেন অনেকে।
অনুরাগের এহেন গুণের জন্যই আবার এক শ্রেণীর দর্শকের কাছে দারুণ জনপ্রিয় তিনি। রাজনীতি থেকে ছবি, কোনও বিষয়েই সোজাসাপটা কথা বলতে কুণ্ঠিত হন না অনুরাগ। এবার ইসলাম বিদ্বেষ নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ অকপট এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ইসলাম বিদ্বেষ প্রসঙ্গে অনুরাগের স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক শাসকরা নিজেদের স্বার্থে ইচ্ছাকৃত ভাবেই ধর্মীয় সমস্যাকে জিইয়ে রাখেন। পরিচালকের কথায়, সব ধর্মেই কিছু না কিছু সমস্যা থাকে, সারা পৃথিবীতেই এই সমস্যা চলছে। ফলে একটা মাত্র ধর্মকে রাজনীতিবিদরা ইচ্ছাকৃত ভাবেই কাঠগড়ায় তোলেন যাতে, সমস্ত জনগণের মনোযোগ ধাবিত হয় সেদিকে।
পরিচালকের কথায়, এই সমস্যা সহজে মেটার নয়। প্রসঙ্গত, জিও সিনেমা চলচ্চিত্র উৎসবে সম্প্রতি দেখানো হল অনুরাগ পরিচালিত ছবি ‘বেবাক’। সেই ছবিতে এক মহিলার বোরখা না পরতে চাওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। প্রত্যাশিত ভাবেই তাঁর এই ছবি যে ধর্মীয় কট্টরপন্থীদের রোষের কবলে পড়তে চলেছে এ সম্পর্কে একরকম নিশ্চিত অনুরাগ। তবে সে নিয়ে তিনি বিশেষ ভাবিত নন, এ কথাই স্পষ্ট করলেন সাক্ষাৎকারে। চলতি বছরের শুরুর দিকেই ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে যথেষ্ট হইচই শুরু হয়েছিল। সেই সময়ে এই ছবিকে ‘প্রোপাগাণ্ডা’ ছবি বলে দাবি করেছিলেন পরিচালক। তবে সেই সময়ে এই ছবিকে ব্যান করার দাবি জানানো হলে তার বিরোধিতা করেন অনুরাগ। ‘বেবাক’-এর ক্ষেত্রে বোরখা প্রসঙ্গে যে ‘দ্য কেরালা স্টোরি’-র সঙ্গে তুলনা হবেই এ প্রসঙ্গেও নিশ্চিত অনুরাগ। তবে সেই তুলনাকে আমল দিতে নারাজ পরিচালক। অনুরাগের কথায়, দুটি ছবির দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা, এক জনের সঙ্গে অন্য জনের সেই দৃষ্টিভঙ্গি নাও মিলতে পারে। অর্থাৎ ধর্মীয় কট্টরপন্থীদের রক্তচক্ষুই হোক, বা বলিউডের তাঁকে দেওয়া ‘বিতর্কিত’ আখ্যাই হোক, কোনও কিছুই যে তাকে তিলমাত্র বিব্রত করে না, তা ঠারেঠারে স্পষ্ট করে দিয়েছেন তিনি।