এবার মহাদেব বেটিং কেলেঙ্কারি মামলার তদন্তে বলিউড অভিনেতা রণবীর কাপুরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। আগামী ৬ অক্টোবর তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, তদন্তের মুখে থাকা এই বেটিং অ্যাপটির হয়ে প্রচার করেছিলেন রণবীর কাপুর। শুধু তাই নয়, এই অ্যাপটির অন্যতম মালিক সৌরভ চন্দ্রকরের বিবাহের অনুষ্ঠানেও রণবীর উপস্থিত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ডিসেম্বরেই তাঁর অভিনিত ‘অ্যানিম্যাল’ ফিল্মটির মুক্তি পাওয়ার কথা। তার আগে ইডির ডাক পেলেন রণবীর।
সূত্রের খবর, বলিউডের আরও অন্তত ১৭ জন অভিনেতা-অভিনেত্রীর উপর ইডির নজর রয়েছে। এই মামলার সঙ্গে তারাও যুক্ত বলে জানা গিয়েছে। প্রয়োজনে তাদেরও ডেকে পাঠানো হতে পারে। রণবীর কাপুর ছাড়াও, ইডির স্ক্যানারে আছেন আতিফ আসলাম, রাহাত ফতে আলি খান, আলি আজগর, বিশাল দাদলানি, টাইগার শ্রফ, নেহা কক্কর, এলি আব্রাম, ভারতী সিং, সানি লিওন, ভাগ্যশ্রী, পুলকিত শর্মা, কীর্তি খাবান্দা, নুশরত ভারুচা, কৃষ্ণা অভিষেক প্রমুখ বলি তারকারা। এই ব্যক্তিদের হাওয়ালার মাধ্যমে টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
প্রসঙ্গত, তাস, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবলের মতো বিভিন্ন লাইভ গেমের উপর অবৈধ বাজি ধরার প্ল্যাটফর্ম হিসেবে মহাদেব অনলাইন বেটিং অ্যাপটি তৈরি করা হয়েছিল। এমনকি ভারতের বিভিন্ন নির্বাচনেও বাজি ধরার সুযোগ দেওয়া হয়েছিল এই অ্যাপে। তিন পাত্তি, ড্রাগন টাইগার, ভার্চুয়াল ক্রিকেট গেমের মতো কিছু তাসের খেলাও খেলা যায় এতে। সৌরভ চন্দ্রকর এবং রবি উৎপল নামে দুই ব্যক্তি এই সংস্থা তৈরি করেছিলেন। দুবাই থেকে চলত তাঁদের কর্মকাণ্ড। তবে, বেটিং অ্যাপের আড়ালে আসলে জালিয়াতি ব্যবসা চালাচ্ছিলেন তাঁরা। এমনটাই অভিযোগ।