ইপিএলে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে পরাজয়ের পর এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও হার হজম করতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ড্যানিশ স্ট্রাইকার র্যাসমাস হয়লান্ড দুটি দুর্দান্ত গোল করলেও তা কাজে এল না। ৭০ মিনিট পর্যন্ত তুরস্কের গালাতাসারের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ছিল এরিক টেন হ্যাগের দল। কিন্তু পরের এগারো মিনিটে গোল করেন মুহাম্মদ কেরেম এবং মাউরো ইকার্ডি। ফলে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে জয় অধরা রইল রেড ডেভিলসদের।
পাশাপাশি, অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে কোপেনহেগেনকে। জামাল মুসিয়ালা এবং ম্যাথিস টেল বায়ার্নের দুই গোলদাতা। জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। তারা ৩-২ গোলে হারিয়েছে নাপোলিকে। রিয়ালের হয়ে গোলগুলি করেন ভিনিসিয়াস জুনিয়র, নতুন তারকা ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। একটি নিজস্ব গোল হয় আলেক্স মেরেটের দ্বারা। নাপোলির দুই গোলদাতা লিও স্কিরি এবং পিওটর জেলেনস্কি। লেন্সের কাছে হেরে গিয়েছে আর্সেনালও। ব্রাজিলীয় ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস তাদের হয়ে একমাত্র গোলটি করেন। লেন্সের হয়ে গোল দিয়েছেন যথাক্রমে থমসন এবং ওয়াহি।