এ যেন মগের মুলুক! এবার আমিষ-নিরামিষ খাবার ছোঁয়াছুঁয়ি করার শাস্তি পেতে হল আইআইটি বোম্বের পড়ুয়াকে। দশ হাজার টাকা জরিমানা করা হল তাঁকে।
জানা গিয়েছে, আমিষ খাওয়া হয় একটা টেবিলে। নিরামিষ খাওয়া সম্পূর্ণ অন্য জায়গায়। খেতে গিয়ে সেখানেই ছোঁয়াছুঁয়ি করে ওই পড়ুয়া। এই নিয়েই উত্তাল হয় আইআইটি বোম্বের ক্যাম্পাস। ঘটনার পর ওই পডুয়াকে ইতিমধ্যেই দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ, ওই পড়ুয়ার সঙ্গে আরও দুই জন সেখানে উপস্থিত ছিল এই কাজে। তাদেরও খোঁজ চলছে। তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে খবর।
জানা গিয়েছে, ছোঁয়াছুঁয়ির বিরুদ্ধেই প্রতিবাদ সংগঠিত করেছিল অভিযুক্ত পডুয়া। যদিও দল ভারী ছিল না তাঁর। একই সঙ্গে মেস কর্তৃপক্ষের তরফে বারণ ছিল সেই কাজে। তার পরও নিয়ম ভেঙে নিরামিষ টেবিলে গিয়ে আমিষ খাবার খায় অভিযুক্ত। এই অপরাধের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জরিমানা করা হয় দশ হাজার টাকা। তাঁর বিরুদ্ধে অভ্যন্তরীণ শান্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, একই ভাবে জরিমানা করা হবে বাকি দুই অভিযুক্তকেই।