এবার উত্তর ২৪ পরগনার বনগাঁকে আরও আকর্ষণীয় ও ঝলমলে করে তুলতে অভিনব পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিশ্ববাংলা গেটের আদলেই সেখানে তৈরি হচ্ছে ‘গেটওয়ে অব বেঙ্গল’। বিনোদনের বন্দোবস্ত থাকবে সেখানে। গেটওয়ে অব বেঙ্গলের উচ্চতা হবে ৫৫ ফুট। চওড়া হবে ৪০ ফুট। ঝাঁ চকচকে রেস্তোরাঁ তৈরি হবে সেখানে। থাকবে রকমারি খাবার। এর জেরে আয় বাড়বে পুরসভার। একইসঙ্গে সীমান্ত লাগোয়া বনগাঁ শহরকে বাংলাদেশ-সহ বিদেশিদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ বলে দাবি করেছে পুর কর্তৃপক্ষ। বনগাঁ-চাকদহ রোডের উপর তৈরি হবে গেটওয়ে অব বেঙ্গল। সেখানেই তৈরি হবে আধুনিক রেস্তোরাঁ। ওঠার জন্য থাকবে দু’টি লিফট।
পাশাপাশি, সেখানে দেশি ও বিদেশি নানারকম খাবার থাকবে। বিনোদনের ব্যবস্থাও থাকবে। একসঙ্গে ৫০ জনের বসে খাওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে সেখানে। পর্যটকদের আনন্দ দিতে নানারকম প্রোগ্রামের ব্যবস্থাও করছে বনগাঁ পুরসভা। গেটওয়ে অব বেঙ্গল শুধু বিনোদনমূলক ব্যবস্থা নয়, সেখানে কর্মসংস্থানের সুযোগও থাকবে। রান্নার কাজে মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়োগ করা হবে। এছাড়া বিদেশি ডিশ তৈরিতে পারদর্শীদের কর্মসংস্থানের সুযোগও দেবে বনগাঁ পুরসভা। বাংলাদেশ থেকে সেখানে এসে বনগাঁ শহরের উপর দিয়েই বিদেশিরা কলকাতামুখী হন। সেই বিদেশিদের কাছে বনগাঁ শহর আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এর ফলে পুরসভার একদিকে যেমন আয় বাড়বে, অন্যদিকে কর্মসংস্থানও হবে বলেও আশাবাদী ওয়াকিবহাল মহল।