গত জুনেই তাঁর অনুগামী কিছু দলীয় বিধায়ক, সাংসদ এবং পদাধিকারীদের নিয়ে মহারাষ্ট্রের জোট সরকারে যোগদান করেন এনসিপি নেতা অজিত পাওয়ার। তবে এবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ একটি ইঙ্গিতপূর্ণ বিবৃতি দিয়ে বলেছেন, ‘রাজ্যে বিজেপির সব সময়ের জন্য নেতৃত্ব দেওয়া উচিত’। যা নিয়ে স্বভাবতই বিরক্ত অজিত শিবির। এই আবহেই এনসিপির শরদ পাওয়ার শিবিরের সাংসদ সুপ্রিয়া সুলে এ নিয়ে রাজ্যের অজিত গোষ্ঠী এবং মহারাষ্ট্র সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
শরদ কন্যা বলেছেন, ‘রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার ক্ষমতায় এসেছে মাত্র তিন মাস হয়েছে। তাদের হানিমুন এখনও শেষ হয়নি এবং এর মাঝেই নানান ধরণের খবর আসতে শুরু করেছে।’ তিনি আরও বলেন, ‘ট্রিপল ইঞ্জিন সরকার চালু হওয়ার মাত্র তিন মাস হয়েছে, এবং আজ সকালে একটি খবর এসেছে যে একটি গোষ্ঠী অপর শিবিরের মন্তব্যে বিরক্ত। আপনার সরকার মাত্র তিন মাস হল। আপনার হানিমুন এখনও শেষ হয়নি এবং আপনার বিরক্তি কীভাবে আসে? তিন মাসের মধ্যেই এত বিরক্তি? সরকার চালাচ্ছে কারা?’