বিহারের জাতিগত গণনার ফলাফল প্রকাশিত হয়েছে সম্প্রতি। এবার জানা গেল, উড়িষ্যাতেও এই গণনা করা হয়েছে। যার ফল প্রকাশ্যে আনার ব্যাপারে ভাবনাচিন্তা করছে নবীন পট্টনায়েক সরকার। এমনটাই দাবি, বিজু জনতা দলের এক বিধায়কের।
এই মাসের শুরুতেই প্রকাশিত হয়েছিল বিহারের জাতিগত গণনার ফলাফল। তাতে দেখা গিয়েছে বিহারের জনসংখ্যার ৬৩ শতাংশ অনগ্রসর শ্রেণি সম্প্রদায়ের। তার মধ্যে ৩৬ শতাংশই অত্যধিক অনগ্রসর শ্রেণিভুক্ত। আগস্ট মাসেই শেষ হয়েছিল জাতিগত জনগণনার কাজ। যদিও এই জনগণনা নিয়ে প্রবল আপত্তি তুলেছিল বিজেপি-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।
উল্লেখ্য, আসন্ন জনগণনায় তফসিলি জাতি ও উপজাতি ছাড়া আর কোনও জাতপাতের উল্লেখ না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু বিহারের পর একই পথে হাঁটতে চাইছে উড়িষ্যাও। এদিকে কর্নাটকের বর্ষীয়ান কংগ্রেস নেতা এম বীরাপ্পা মৈলি দাবি করেছেন, ২০১৩-১৮ সালে দক্ষিণী রাজ্যে তৎকালীন সিদ্দারামাইয়া সরকারের আমলে যে গণনা হয়েছিল তার ফলাফল প্রকাশ করা হোক।