মঙ্গলবার রাজধানীর যন্তর মন্তরের প্রতিবাদী সভা থেকেই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, প্রাপ্য টাকা কেন্দ্র না দিলে তৃণমূল দেবে। দু’মাসের মধ্যেই ১০০ দিনের বকেয়া টাকা পাবেন তৃণমূলের ‘মিশন দিল্লী’তে অংশ নেওয়া বঞ্চিত মানুষরা। অভিষেক জানিয়ে দিলেন, দরকার পড়লে তৃণমূলের যে ৭০ হাজার জনপ্রতিনিধি রয়েছেন, তারা নিজেদের এক মাসের বেতন দিয়ে দেবেন। একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই রাজ্যের প্রাপ্য বকেয়া আদায়ের দাবিতে দিল্লি অভিযানের কথা ঘোষণা করেছিলেন অভিষেক। দাবি, এক লক্ষ লোক নিয়ে দিল্লী অভিযান করবেন। কিন্তু তৃণমূলের সেই কর্মসূচিতে প্রতি পদে অসহযোগিতা করেছে কেন্দ্র। দিল্লীর রামলীলা ময়দানে অস্থায়ী শিবির করার অনুমতি দেওয়া হয়নি। বাংলার বঞ্চিতদের দিল্লী যাত্রার জন্য যে ট্রেন চাওয়া হয়েছিল, সেটাও দেওয়া হয়নি। এমনকী বিমানও বাতিল করা হয়েছে।
তবে এত কিছুর পরেও বাংলা থেকে কয়েক হাজার মানুষ বাসে করে দিল্লী পাড়ি দিয়েছেন। তাদের মধ্যে আড়াই হাজার জনের তালিকা তৈরি করেছেন অভিষেক। মিশন দিল্লীতে তৃণমূলের সফরসঙ্গী হয়েছেন এই আড়াই হাজার বঞ্চিত মানুষ। এদের কারও বকেয়ার পরিমাণ ৮ হাজার, কারও ১০ হাজার টাকা। অভিষেক এদিন দিল্লি থেকেই ঘোষণা করেছেন, “এই আড়াই হাজার মানুষ যে মানসিকতা নিয়ে দিল্লীতে এসেছেন, এদের প্রত্যেকেরই টাকা দু মাসের মধ্যে মিটিয়ে দেব। এটা কেন্দ্র সরকারের দেওয়ার কথা। রাজ্য সরকারও দেয়। এভাবে টাকা দেওয়া হয়তো সাংবিধানিকভাবে ঠিক নয়। কিন্তু আমরা এই আড়াই হাজার মানুষের টাকা দুমাসের মধ্যে মিটিয়ে দেব। দরকার পড়লে তৃণমূলের পঞ্চায়েত, পুরসভা মিলিয়ে প্রায় ৭০ হাজার জনপ্রতিনিধি আছেন। তাঁরা এক মাসের বেতন নেবেন না।” যন্তরমন্তরে ধরনা সেরে কেন্দ্রীয় গ্রামন্নোয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা অভিষেকের। সঙ্গে নিয়ে যাবেন বাংলা থেকে যাওয়া ৫০ লক্ষ বঞ্চিতের চিঠি। যা তিনি জমা করবেন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। তার পরও যদি কেন্দ্র সদর্থক অবস্থান না নেয়, তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে বলে ঘোষণা করেছেন অভিষেক। এই কর্মসূচির পরও কেন্দ্র নড়েচড়ে না বসলে, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১ লক্ষ মানুষ দিল্লী যাবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।