কেন্দ্রের বকেয়ার দাবিতে আজ দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যন্তর মন্তরে সভা করবে তৃণমূল। উপস্থিত থাকবেন বাংলার জব কার্ড হোল্ডাররা। এই সভার পর সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল।
যন্তর মন্তরে সভায় অন্য দলের যোগদান প্রসঙ্গে অভিষেক বলেন, ‘আমরা কোনও দলকে আমন্ত্রণ জানায়নি। মানুষের ন্যায্য পাওনার দাবিতেই আন্দোলন করছি। কোনও দল এই আন্দোলনে যোগ দিতে চাইলে আসতে পারে’।
জব কার্ড প্রসঙ্গে ডবল ইঞ্জিন সরকারের পরিসংখ্যান তুলে ধরে অভিষেক বলেন, ‘উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে জব কার্ড বিলি হয়েছে এক বছরে ৬০ লক্ষ, ২৪ শতাংশ। আমি মিথ্যা বললে আমার বিরুদ্ধে মামলা করুক, চ্যালেঞ্জ ছুঁড়ছি’।
নতুন সংসদ ভবন নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেন, ‘মানুষের টাকা মেরে ১৫০০ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন কেন করা হল? কি বিশেষ সুবিধা রয়েছে’?