চলতি বছরের গোড়ায় ভারত জোড়ো যাত্রা-র সময়ও স্বর্ণমন্দিরে এসেছিলেন। সোমবার ফের অমৃতসরে গিয়ে স্বর্ণমন্দিরে করজোড়ে প্রার্থনায় অংশ নিলেন রাহুল গান্ধী। নির্দিষ্ট রীতি-রেওয়াজ মেনে স্বর্ণমন্দিরে প্রণাম নিবেদন করেন তিনি। আরাধনা করার পর করসেবা বা স্বেচ্ছাশ্রম দিতেও দেখা যায় কংগ্রেস নেতাকে। ধর্মপ্রাণ শিখদের সঙ্গে থালা বাসন মাজেন তিনি। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য স্বর্ণমন্দিরে প্রার্থনা করেছেন বলেই জানিয়েছেন রাহুল।
প্রসঙ্গত, গান্ধিজয়ন্তীতে ওয়েনাড়ের সাংসদ অমৃতসরেই কাটাবেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন। অমৃতসরের স্বর্ণমন্দিরে করসেবা করেন তিনি। সে ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
