এবার প্রকাশ্যে এনডিএ শাসিত মহারাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। ওষুধের জোগান না থাকায় সেখানের সরকারি হাসপাতালে মৃত ২৪। এর মধ্যে রয়েছে ১২টি সদ্যোজাতও। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। শিন্ডে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি।
জানা গিয়েছে, মাত্র চব্বিশ ঘণ্টায় মহারাষ্ট্রের নান্দের জেলায় শংকররাও চভন সরকারি হাসপাতালে মৃত্য হয়েছে ২৪ জনের। এর মধ্যে রয়েছে ১২টি সদ্যোজাত। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত ওষুধের জোগান না থাকাতেই এই বিপত্তি।
এ নিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারকে একহাত নিয়েছে এনসিপি। দলের মুখপাত্র বিকাশ লোয়ান্ডে বলেন, ‘সরকারের লজ্জা হওয়া উচিত। জাঁকজমক করে উৎসবের বিজ্ঞাপন করা হচ্ছে। অথচ হাসপাতালে ওষুধ নেই। রোগীদের এভাবে প্রাণ হারাতে হচ্ছে।’