আর বেশি দেরি নেই। কিছুদিন পরেই দুর্গোৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে আপামর বাঙালি। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। পুজোর চার দিন ক্যামেরায় ২৪ ঘণ্টা নজরদারি চালাবেন পুলিশকর্তারা। এবছর পুজোর সময়ে শহরের নিরাপত্তা আরও কয়েক গুণ বাড়াতে এমনই ভাবনাচিন্তা শুরু করেছেন পুলিশকর্তারা। সভা-সমাবেশ থাকলে সেই সংক্রান্ত ভিডিও ফুটেজ সরাসরি যায় লালবাজারে। বড় দুর্ঘটনা বা সেই সংক্রান্ত কোনও জমায়েত তৈরি হলেও বহু ক্ষেত্রে হয় না তার অন্যথা।
প্রসঙ্গত, যুগ্ম নগরপাল বা অন্য পুলিশকর্তাদের ঘরে বসে টিভিতে ‘লাইভ’ দেখে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হয়, কী ধরনের পদক্ষেপ করা হবে, সে ব্যাপারে। দুর্গাপুজোয় সেই পদ্ধতিই অবলম্বল করতে চাইছে কলকাতা পুলিশ। তবে এর জন্য আলাদা করে ক্যামেরা বসানো হবে, না কি পুজো কর্তৃপক্ষের ক্যামেরা থেকেই ‘ফিড’ নেওয়া হবে, সে ব্যাপারে অবশ্য এখনও সিদ্ধান্ত হয়নি। মাঝারি এবং ছোট পুজোগুলিকেও কী ভাবে এমন নজরদারির আওতায় আনা যায়, সেই পরিকল্পনা চলছে। এমনিতে সভা-সমাবেশের ক্ষেত্রে নিজস্ব ক্যামেরা পাঠায় পুলিশ। সরাসরি নজরদারি চালানো হয় সেই ফুটেজের মাধ্যমে।