সোমবার থেকে সংসদের পাঁচদিনের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। এই পাঁচদিনে সরকার পক্ষের এজেন্ডা কী তা স্পষ্ট বিরোধীদের কাছে। তবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ইতিমধ্যে ঠিক করে নিয়েছে তারা কী আলোচনা। আদানির শেয়ারে ‘কারচুপি’, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি নিয়ে ‘ইন্ডিয়া’ জোট এই পাঁচদিন সরগরম চায় সংসদের অধিবেশন।
বিরোধীদের কেউ কেউ মনে করছেন সরকার শেষ মূহূর্তে এজেন্ডা বদলে দিতে পারে। তবে যাই হোক না কেন, কোন ভাবেই এই পাঁচদিনে শুধুমাত্র সরকারের নিজস্ব এজেন্ডা পাশ করাতে দেবে না। ইতিমধ্যেই শাসকদল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে দলীল সাংসদ হুইপ জারি করে পাঁচদিন সংসদ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন,’বিশেষ অধিবেশনের এডেন্ডা এখনও ঘোষণা করা হয়নি। কেন আমি আমি এ কথা বলছি, কারণ এজেন্ডার তালিকার তলায় তাঁরা লিখে রেখেছেন এই তালিকা এখনও সম্পূর্ণ নয়। শেষ মুহূর্তে কিছু এজেন্ডা ষোগ করার মতো তারা নোংরা কৌশল নিতে পারে।’
অধিবেশনের প্রথমদিন সংসদ বসবে পুরনো বাড়িতে। আলোচনা হবে ভারতীয় সংসদের ৭৫ বছর নিয়ে। তারপর নতুন বাড়িতে চলবে সংসদের বাকি অধিবেশন। স্থায়ী কমিটিকে বাইপাস করার প্রবণতা, তাড়াহুড়ো করে বিল পেশ, প্রধান প্রধান ইস্যুগুলো নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখাতে অনীহা নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে ইন্ডিয়া জোট।