১০০ দিনের বকেয়া নিয়ে ফের একবার মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। দিল্লির বুকে কর্মসূচি চেয়ে ফের একবার দিল্লি পুলিশকে চিঠি দিল তৃণমূল। গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দিল্লির বাড়ির সামনে ধর্নায় বসতে চায় তৃণমূল কংগ্রেস। আর এই ধর্নায় যোগ দেবে ৫০ হাজার নেতা-কর্মী।
আর তাঁদের থাকার বন্দোবস্ত রামলীলা ময়দানে করতে চেয়ে দিল্লি পুলিশকে চিঠি তৃণমূল। রাজ্য সভার দলনেতা ডেরেক অ’ব্রায়েন এই চিঠি দরিয়াগঞ্জ থানার ডিসিপিকে দিয়েছেন বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশকে লেখা চিঠিতে ডেরেক লিখছেন, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর কর্মসূচি পালন করবে তৃণমূল।
আর তা দিল্লির বিভিন্ন জায়গায় করা হবে। আর সেই কর্মসূচিতে অংশ নেবে ৫০ হাজার মানুষ। আর তাঁদের রামলীলা ময়দানে থাকার ব্যবস্থা করতে চায় তৃণমূল। আর সেই ব্যবস্থা করার অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি দিয়েছেন ডেরেক ও’ব্রায়েন। যদিও এর আগেও কর্মসূচি নিয়ে দিল্লি পুলিশকে তৃণমূলের তরফে একাধিক চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কোনও চিঠিরই উত্তর দেওয়া হয়নি।
সে বিষয়টিও এদিন চিঠিতে রাজ্যসভার সাংসদ উল্লেখ করেছেন। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ১০০ দিনের বকেয়ার দাবিতে একাধিকবার সোচ্চার হয়েছে তৃণমূল। এমনকি কলকাতায় গান্ধীমমুর্তির পাদদেশে ধর্নায় বসেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এমনকি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিরিরাজ সিংয়ের মন্ত্রকে পৌঁছে গিয়েছিলেন। যদিও মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি।