এপার বাংলার পরিচিত মুখ অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাংলাদেশের ছবিতে অভিনয়ের ডাক পেয়ে তিনি পাড়ি দিয়েছিলেন ওপার বাংলায়। বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তাজু কামরুলের পরিচালনায় সিনেমার শ্যুটিং করছিলেন তিনি। তবে শ্যুটিং শেষ হওয়ার আগেই ৭ সেপ্টেম্বর ফিরে আসেন অভিনেত্রী। সূত্রের খবর, ছবির শ্যুটিং থেকে গানের দৃশ্য সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাইই বাঁধ সাঁধল একটি ঘটনা। প্রথম গান শ্যুটের পর দ্বিতীয় শ্যুটিংয়ের সময় সায়ন্তিকা শ্লীলতাহানির অভিযোগ করেন কোরিওগ্রাফার মাইকেলের বিরুদ্ধে।
খবর অনুযায়ী, অভিনেত্রী নাকি দাবি করেছেন অনাবশ্যক বারবার তাঁকে স্পর্শ করার চেষ্টা করেছেন কোরিওগ্রাফার। এ বিষয় নিয়ে কোরিওগ্রাফার মাইকেল বলেন, ‘প্রথম গানের শ্যুটিং শেষ করে দ্বিতীয় গানের শ্যুটিং করছিলাম আমরা। নাচের স্টেপ দেখানোর সময় হাত ধরতে গেলে সায়ন্তিকা বলেন মুখে বুঝিয়ে দাও, হাত ধরো না। আমি আর কথা না বাড়িয়ে সেভাবেই সবটা করেছি। কোনও সমস্যা হলে তো তিনি তখনই বলতেন। কিছুই বুঝতে পারিনি।’ তবে শোনা যাচ্ছে সায়ন্তিকা নাকি বলেছেন, কোনও ভাবেই মাইকেল থাকলে তিনি এই প্রোজেক্টে কাজ করবেন না।