এবার খোদ কেন্দ্রের রিপোর্টেই প্রশ্ন উঠে গেল মোদী সরকারের দক্ষতা নিয়ে। সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের তথ্য থেকেই স্পষ্ট যে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিতে ডাহা ফেল মোদী সরকার। সাফাই কর্মচারী হোক বা ম্যানুয়াল স্কেভেনজার বা তফসিলি জাতি-উপজাতি; কোনও ক্ষেত্রেই দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের লক্ষ্য পূরণ করতে পারছে না তারা। সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের তথ্য বলছে, সাফাই কর্মীদের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের ক্ষেত্রে দ্বিতীয় মোদী জমানায় দেশের হাল সবচেয়ে খারাপ।
২০২২-২৩ অর্থ বছরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে মন্ত্রক জানিয়েছে, সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের অধীনস্থ তিন নিগমের ওপর দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই মতো লক্ষ্যমাত্রাও তৈরি করা হয়েছিল। তিনটি নিগম হল ন্যাশনাল এসসি ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ন্যাশনাল সাফাই কর্মচারীস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন।
২২ নভেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২২-২৩ অর্থ বছরে তিন নিগমের ওপর ৫১ হাজার ৯০০টি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। যার মধ্যে ৩১ হাজার ২৮০টি ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছিল। যদিও আয়োজন করা গিয়েছে মাত্র ২০ হাজার ২০৭টি। ৬৩ হাজার ৮৬০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু আদপে কতজন প্রশিক্ষণ পেয়েছে, তা উল্লেখ করা হয়নি। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে এ নিয়ে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের।