গরীব মানুষদের দুপুরের অন্নসংস্থানের জন্য লকডাউনের সময় “মা ক্যান্টিন” চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা গেল, কলকাতা শহরের প্রায় ২ কোটির কাছাকাছি মানুষ মা ক্যান্টিন থেকে দুপুরের খাবার খেয়েছেন।
প্রসঙ্গত, লকডাউনের সময় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত গরীব মানুষদের দুপুরের অন্নসংস্থানের জন্য মা ক্যান্টিনের স্টল তৈরির হয় শহরের বিভিন্ন জায়গায়। কোভিড পরিস্থিতে কেটে গেলেও পুরসভার সমাজকল্যাণ বিভাগের আয়োজনে এই স্টল বন্ধ করা হয়নি। বিভাগের আধিকারিকদের আশা আগামী দিনে মা ক্যান্টিনের সুযোগ গ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে।
পুরসভার তথ্য অনুযায়ী কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৮টিতে মা ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিনগুলি থেকে এখনও পর্যন্ত ১কোটি ৮৫ লক্ষ ৬৫ হাজার ৬৯০টি ডিশ বিক্রি হয়েছে। মাত্র পাঁচ টাকায় এই ক্যান্টিন থেকে পাওয়া যায় ভাত, ডাল, ডিম। লকডাউনের সময় প্রথমদিকে শুধু শহরে মা ক্যান্টিন চালু হয়েছিল পরে রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জেলাতে চালু হয়।