মাদ্রিদে বাণিজ্যিক বৈঠক, আলোচনার ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরা দিলেন ফের অন্য মেজাজে৷ এবার তাঁকে দেখা গেল পিয়ানোয় রবীন্দ্র সঙ্গীতের সুর তুলতে৷ স্পেনীয় শিল্পীর পাশে দাঁড়িয়েই পিয়ানোয় মমতা বাজালেন, ‘ফুলে ফুলে ঢলে ঢলে’র সুর৷
মমতার পরেন নীল পাড় সাদা শাড়ি৷ গলায় জড়ানো ক্রিম রঙের চাদর৷ শিল্পীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েই ক্রিম রঙের একটি পিয়ানোয় সুর তুলছেন মমতা৷ স্পেনের ফুটবল সংস্থা লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরের পরেই এইরকম হাল্কা মেজাজে দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে৷
বৃহস্পতিবার সামনে এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন যাপনের প্রথম ভিডিও৷ সেখানে দেখা গিয়েছিল, একটি জলাশয়ের ধার ধরে হাঁটছেন তিনি৷ পরনে সেই নীল পাড় সাদা শাড়ি, গায়ে জড়ানো ক্রিম রঙের শাল, পায়ে হাওয়াই চটি৷ নিয়ম মেনেই মাদ্রিদের রাস্তাতেও মমতা নেমে পড়েছিলেন মর্নিং ওয়াকে৷
মর্নিং ওয়াকের পাশাপাশি, শাড়ি পরে মাদ্রিদের রাস্তায় জগিংও করতে দেখা গিয়েছিল তাঁকে৷ এদিন মমতার সঙ্গ দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শুধু তাই নয়, এদিন মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীকে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। তারপর সেই শিল্পীর হাতে থাকা অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্রেও টুংটাং আঙুল ছোঁয়ান৷ সুর তোলেন ‘হাম হোঙ্গে কামিয়াবে’র৷